কু্তুপালং বাজার ব্যাবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী জহিরের উৎসব মুখর প্রচারণা


নিজস্ব প্রতিবেদক:
উখিয়া উপজেলার কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ নির্বাচনের অবিরাম প্রচারণায় সভাপতি প্রার্থী জহির আহাম্মদের চেয়ার মার্কার সমর্থনে বাজারের অলি-গলিতে চলছে গণসংযোগ। নির্বাচনের দিন য়তই ঘনিয়ে আসছে ততই বৃদ্ধি পাচ্ছে প্রার্থীদের প্রচারণা।
মঙ্গলবার(২২ নভেম্বর) দিন ব্যাপী উৎসব মুখর প্রচারণায় কুতুপালং বাজারের সর্বত্র ছিল সভাপতি প্রার্থী জহির আহাম্মদের চেয়ার মার্কার সমর্থনে গণসংযোগ ও নির্বাচনী লিফলেট বিতরন। বাজার এলাকায় সাড়া জাগানো প্রচার-প্রচারণায় বেশ আনন্দিত সভাপতি প্রার্থী ও ভোটাররা। চেয়ার মার্কার প্রচারণায় অংশ নিয়ে নির্বাচনী লিফলেট বিতরণ করার সময় ভোটাররা চেয়ার মার্কায় ভোট দিয়ে সভাপতি হিসাবে জহির আহাম্মদকে বিপুল ভোটে নির্বাচিত করবে বলেও প্রতিশ্রুতি দেন।
এদিকে সরেজমিন বাজার পরিদর্শনে একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন, সভাপতি প্রার্থী জহির আহাম্মদ সৎ ও আদর্শবান এবং শিক্ষিত ব্যক্তি আমরা আগামি ২৬ তারিখ চেয়ার মার্কায় বিপুল ভোটে জহির ভাইকে সভাপতি পদে নির্বাচিত করব। বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা বিগত দিনেও জহির আহাম্মদকে দুই দুই বার সাধারণ সম্পাদক পদে মনোনিত করেছে। যার কারনে তাকে আমরা সব সময় পাশে পেয়েছি ভবিস্যতেও পাশে পাব বলে আমরা আশাবাদী।
সভাপতি প্রার্থী জহির আহাম্মদ এ প্রতিবেদককে বলেন, আমার প্রচার প্রচারণা অব্যাহত আছে। ব্যবসায়ী সমিতির ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। বাজার ব্যবসায়ী সমিতির ভোটাররা ২৬ তারিখ চেয়ার মার্কায় ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষামান। ইনশাআল্লাহ আমার বিজয় সন্নিকটে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।