

এনামুল কবির সবুজ কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস উপলক্ষে ১ মার্চ সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান এর সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, থানার এস আই তারিকুল ইসলাম ও ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানির গণ গ্রামীণ বীমা ডিভিশনের ইউনিট ম্যানেজার সাবেক পৌর কাউন্সিলর জামাল উদ্দিন সরদার । এ সময় মেয়াদ পূর্ণ গ্রাহকদের চেক প্রদান করা হয়।
অপরদিকে ডেল্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানির গণ গ্রামীন বীমার ডিভিশনের বিশেষ উন্নয়ন সভা ১ মার্চ দুপুরে অনুষ্ঠিত হয়েছে। ইউনিট মেনেজার সাবেক পৌর কাউন্সিলর জামাল উদ্দিন সরি ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, সাংবাদিক শামীম আখতার মুকুল, সাংবাদিক এম এ রহমান, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হুরাইরা রাসেল, দপ্তর সম্পাদক আবুল বাশার, সদস্য তহমিনা খাতুন, রনি হোসেন প্রমূখ।