খুলনা
কেশবপুরে দুঃসাহসিক চুরির অভিযোগ
যশোর কেশবপুরে পৌরসভার ৪ নং ওয়ার্ডে বৈদ্যুতিক পার হাউজের পাশে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশনের পরিচালক এ কে আজাদ ইকতেয়ারের বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ।


এনামুল কবির সবুজ’ কেশবপুর (যশোর) প্রতিনিধি: এলাকাবাসী সূত্রে জানা গেছে মামলা জনিত কারণে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশনের পরিচালক এ কে আজাদ ইকতেয়ারের পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে কে বা কারা এই দুঃসাহসিক চুরি করেছে।
এ বিষয়ে এ কে আজাদ ইকতেয়ারের বন্ধু টুটুল মাস্টার বলেন ছাদের সিঁড়ি ঘরের দরজা ভেঙে চোরেরা ঘরের ভিতর ঢুকেছে।
চুরির সময় আলমারি, শোকেস, পালঙ্ক, উলট পালট করা সহ ফ্রিজের বৈদ্যুতিক লাইন বন্ধ করে যান চোরেরা, যার ফলে ফ্রিজে থাকা সকল পণ্য নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়ায়।
এ ব্যাপারে কেশবপুর থানার উপ-পরিদর্শক জয় ব্যানার্জি বলেন, চুরির সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।