কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা


এনামুল কবির সবুজ (যশোর) কেশবপুর: কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যশোরের কেশবপুরে বিএসটিআই কর্তৃক প্রদত্ত লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণের হওয়ায় শহরের রড ব্যবসায়ী নিপুণ ইন্টারপ্রাইজের মালিক আনিছুর রহমানকে দশ হাজার টাকা ও বিএসটিআই এর কোন লাইসেন্স না থাকায় বায়শা ঘোষ ডেয়ারীর মালিক রমেশ চন্দ্র ঘোষকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের রড ব্যবসায়ী আনিছুর রহমান-এর বিএসটিআই কর্তৃক প্রদত্ত লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং মিষ্টি ব্যবসায়ী রমেশ চন্দ্র ঘোষ-এর বিএসটিআই এর কোন লাইসেন্স না থাকায় উভয়কে ওই জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কেশবপুর শহরের দুই ব্যবসায়ীকে দশ টাকা করে মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিজান অভ্যাহত থাকবে।