খরুলিয়ায় স্কুলে ঢুকে প্রধান শিক্ষকের উপর সশস্ত্র হামলা


নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের খরুলিয়ায় স্কুলে ঢুকে সানসাইন ইন্সটিটিউটের প্রধান শিক্ষক আজিজুল হকের উপর সশস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে। রবিবার সকাল ৯টায় সানসাইন ইন্সটিটিউটে এ ঘটনা ঘটে।
আহত আজিজুল হক জানান, খরুলিয়া মাস্টার পাড়ার ইমাম সেলিমের পুত্র ছলিম উল্লাহ ও তার ছোট ভাই সাইফুল্লাহসহ আরও অজ্ঞাত ৫—৬ জন সশস্ত্র সন্ত্রাসী স্কুল থেকে তাকে বের করে বেধড়ক মারধর করে। এসময় তারা হাতুড়ি ও লোহার রড দিয়ে আজিজুল হকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে তাঁর আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত আজিজুল হকের ছোট ভাই জিয়াবুল হক জানান, হামলাকারী ছলিম উল্লাহ থেকে ৫ বছর চুক্তিতে আমরা একটি পুকুর নিই। চুক্তির পর পুকুরটিতে নানা প্রজাতির মাছ চাষ করা হয়। কিন্তু চুক্তির দেড় বছরের মধ্যে লোভের বশবর্তী হয়ে পুকুরটি ফেরত চাই ছলিম উল্লাহ। এতে ক্ষতিপূরণের টাকা চাইলে ছলিম উল্লাহ দিতে অস্বীকার করে। এ বিষয় স্থানীয় চেয়ারম্যান—মেম্বারদের নিয়ে একাধিক বিচার সালিশ হয়েছে। কিন্তু লোভী ছলিম উল্লাহ কারও কথা কর্ণপাত না করে তাঁর কথায় অটল থাকে। সর্বশেষ ছলিম উল্লাহর নেতৃত্বে এই নগ্ন হামলা চালানো হয়।
তবে হামলার বিষয় অস্বীকার করেছেন ছলিম উল্লাহ।
পরে জরুরী পরিষেবা ৯৯৯ এ কল পেয়ে সদর মডেল থানার এসআই হেলালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ঝিলংজা ৯নং ওয়ার্ডের মেম্বার শরীফ উদ্দিন বলেন, স্কুলের সামনে রাস্তায় স্পীড ব্রেকার দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। তবে একজন প্রধান শিক্ষককে এভাবে হাতুড়ি দিয়ে পেটোনো উচিত হয়নি।