সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন
শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি::
খাগড়াছড়িতে তথ্য মেলা ২০২৪ এর উদ্বোধন,
র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়,
২৭ শে নভেম্বর (বুধবার) সকালে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির আয়োজনে জেলা সদরের পৌর টাউন হল প্রাঙ্গনে জনগণকে তাদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন বিষয় তথ্য প্রদানের লক্ষ্যে তথ্য মেলা অনুষ্ঠিত হয়।
উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।https://bbsnews24.com
সভায় বক্তারা তথ্য অধিকার আইন ২০০৯, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, কুইজ প্রতিযোগিতা, সরকারি প্রতিষ্ঠান সমূহে সরকারি সেবা সংলাপ, যুবদের দক্ষতা বৃদ্ধিতে সরকারি কার্যক্রম বিষয়ে বিভিন্ন তথ্যমূলক আলোচনা তুলে ধরেন।
জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির আয়োজনে “তথ্য মেলা-২০২৪” উপলক্ষে খাগড়াছড়ি সনাক সকল এসিজি ইয়েস সহ সরকারি ও বেসরকারি দপ্তরে সর্বমোট ৩০ টি স্টল অংশগ্রহণ করে।