খাগড়াছড়িতে আহলে সুন্নত ওয়াল জামা’আত এর উদ্যোগে আজিমুশ্বান নুরানী মাহফি হয়েছে


খাগড়াছড়ি প্রতিনিধি ঃ-
ঈদে মিলাদুন্নবী( সা) উদযাপন উপলক্ষে আহলে সুন্নত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে খাগড়াছড়ি জেলা সদরের কেন্দীয় ঈদগাহ মাঠে নুরানী মাহফিল, আহলে সুন্নত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও সাবেক পৌর মেয়র রফিকুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কমলাপুর রেল স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আরিফুর রহমান তাহেরী। এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ,আহলে সুন্নত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এড.মামুন,খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল নবী হক্কানী এবং পেশ ইমাম মোহাম্মদ সালাউদ্দি আল কাদেরী, ইসলামি আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হুসাইন
প্রমুখ।