চট্টগ্রাম

খাগড়াছড়িতে ক্ষুদ্রনারী উদ্যোক্তা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ

ক্ষুদ্রনারী উদ্যোক্তা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ

মনির উদ্দিন মুন্না
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :

খাগড়াছড়িতে এসআইডি-সিএইচটি প্রকল্পের “শিক্ষা ও দক্ষতার মাধ্যমে নারী ও মেয়ে শিশুর ক্ষমতায়ন” কম্পোনেন্টের আওতায় বিভিন্ন বিদ্যালয়ের নারী ও ক্ষুদ্রনারী উদ্যোক্তাদের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) ১১:৩০ মিনিটে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের অডিটোরিয়ামে অর্থ বিতরণ ও আলোচনা সভা করা হয়। নারী ও মেয়ে শিশু ক্ষমতায়ন প্রকল্প’র প্ল্যানিং, মনিটরিং রিপোর্টিং অফিসার পাইউমং চৌধুরী’র সঞ্চালনায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

প্রধান অতিথি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন, যাতে নারীরা তাদের কর্মের মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে,সামনে জাতীয় নির্বাচন আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন,জাতে নারী ক্ষমতায় ও পুরুষের পাশাপাশি নারীরা ভুমিকা রাখতে পারে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, নারী সদস্য শতরুপা চাকমা, ইউএনডিপি’র ডিস্ট্রিক্ট ম্যানেজার প্রিয়তর চাকমা,জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী প্রমূখ।

বিভিন্ন ক্যাটাগরিতে ১২০ জন ক্ষুদ্রনারী উদ্যোক্তা ও ১০৬ জন ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button