মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে পরিষদের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর আয়োজিত মতবিনিময় সভা করে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সভাপতিত্বে জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনায়ের সচিব একেএম শামিমুল ছিদ্দিকী।https://bbsnews24.com
উপস্থিত ছিলেন- নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীসহ পরিষদ সদস্য,বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এতে অংশ নেন।
সভার শুরুতে পরিচিতি পর্ব,পরিষদ সম্পর্কে ডিসপ্লে পর্দশন করে পরিষদ বিষয়ে অবিহিত করে পরিষদের সকল কার্যক্রম তুলে ধরা হয়।