জেলার খবর

খাগড়াছড়িতে ৫১ তম সমবায়ী দিবস পালিত হয়েছে

মনির উদ্দিন মুন্না
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ঃ-

বঙ্গবন্ধুর দর্শন” সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে ৫১তম জাতীয় সমবায় দিবস ২০২২ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫নভেম্বর ২০২২ইং)সকাল ১০টার দিকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায়ের আয়োজনে খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে একটি র‍্যালি বের হয়।
র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে গিয়ে র‍্যালিটি শেষ হয়। র‍্যালি শেষে আলোচনা সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা সমবায় কর্মকর্তা আশীষ কুমার দাশ।

এসময় খাগড়াছড়ি জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ নাজমুন আরা সুলতানা, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিনিয়া চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিটন খীসা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:শানে আলম, পার্বত্য জেলা পরিষদের সমবায় বিভাগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা,পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, শুভ মঙ্গল চাকমা, পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো:দিদারুল আলম দিদার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী প্রমূখ।

প্রধান অতিথির বলেন
-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমাদের সকলকে সঞ্চয়ী মনোভাব গড়েতুলতে হবে,যার যতটুকু খালি জায়গা আছে প্রত্যেককেই কৃষিপন্য উৎপাদন মূখী করে তুলতে হবে।
কারো সামান্য জমিও যাতে খালি পড়ে না থাকে সেদিকে সবাইকে নজর দিতে হবে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলার ১৫টি সফল সমবায় সমিতির শ্রেষ্ট সমবায়ীদের মাঝে সম্মাননার ক্রেষ্ট ও সনদ তুলেদেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button