চট্টগ্রাম

খাগড়াছড়িতে ৫৪টি পূজামণ্ডপে উপহার নিয়ে-কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি

শারমিন সরকার বৃষ্টি, খাগড়াছড়ি প্রতিনিধি: ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদ মর্যাদা) ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, প্রত্যেক ধর্মীয় উৎসবে একে অপরের সাথে দেখাদেখির মাধ্যমে মানুষের মাঝে মানবতার ঐক্য এবং ভ্রাতৃত্বভোধ জাগ্রত হয়।

এ দেবী দুর্গার পূজার মাধ্যমে সৌহার্দ্য ছড়িয়ে পড়বে পাহাড়ের প্রতিটি জনপদে। দূগাপূজার মাধ্যমে সমাজে নারী শক্তির উত্থান ও কল্যাণ কামনা করা হয়। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও এদেশের নারী সমাজ-মা বোনদের জন্য নিরলস অবদান রেখে চলছেন। সমাজে সৌভ্রাতৃত্ত আর সহমর্মিতা ছড়িয়ে দিতে শারদীয় দুর্গাপূজার অবদান অপরিসীম।

শনিবার (২১ অক্টোবর) খাগড়াছড়ি জেলার রামগড়, মানিকছড়ি ও সিন্দুকছড়ি হয়ে দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলা ও রবিবার (২২ অক্টোবর) সকাল থেকে ভারত সীমান্তবর্তী পানছড়ি উপজেলার বিভিন্ন পূজামন্ডপে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হস্তান্তর এবং পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।আগামীকাল (২৩ অক্টোবর) অন্য উপজেলাগুলোতে প্রধানমন্ত্রী উপহার নিয়ে যাবেন কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি ও সফর সঙ্গীরা।

এবার খাগড়াছড়িতে প্রতিটি পূজা পন্ডপে পূজার আনুষ্ঠানিকতা ও সৌন্দর্যতার প্রশংসা করে সমবেত পূজার্থীদের কাছে শারদীয় শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েন। দূর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বাণী দিয়েছেন। বঙ্গবন্ধুবন্যা বলেছেন, দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের পূজা নয়, এটি এখন সর্বজনীন উৎসব। অশুভ শক্তি বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। আবহমান কাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে।

সকলে মিলেই মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। এই দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। যে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করছে। বর্তমান আওয়ামী লীগ সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে। সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে।

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ পার্বত্যাঞ্চলে বসবাসরত সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলে ঐক্যবদ্ধভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ তথা জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগীতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান, টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময়, সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা’র সাথে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া সহ স্ব স্ব উপজেলার আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা , উপজেলা পরিষদ ও ইউপি চেয়ারম্যান এবং থানার ভারপ্রাপ্তকর্মতা (ওসি) সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

উল্ল্যেখ, এবার খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলার ৫৪টি মণ্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, বিজিবি ও আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রতিটি পূজামন্দিরে উৎসব কমিটির স্বেচ্ছাসেবকরা জোরালো দায়িত্ব পালন করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button