চট্টগ্রাম

খাগড়াছড়ি জেলাপরিষদ ও ইউএনডিপির যৌথ প্রকল্পের ভিসিএফ পরিদর্শনে সাইফুল্লাহ

মনির উদ্দিন মুন্না
খাগড়াছড়ি জেল প্রতিনিধি ঃ-

খাগড়াছড়ি জেলাপরিষদ ও ইউএনডিপির যৌথ বাস্তবায়ন প্রকল্প কমলছড়ি মুখপাড়া ভিসিএফ পরিদর্শনে যান খাগড়াছড়ি পার্বত্য জেলাপরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ ।

এই সময়ে কমলছড়ি মুখপাড়া ভিসিএফ এর সভাপতি /সম্পাদক, হেডম্যান ও কার্বারীসহ ভিসিএফ কমিটির লোকজনের সাথে মত বিনিময় করেন,
মুক্ত আলোচনায় সবার মতামত শুনেন। এই সময় জেলাপরিষদ ও ইউএনডিপির উল্লেখযোগ্য কার্যক্রম ও উন্নয়নকাজের বর্ণনা শুনেন, কমলছড়ি ভিসিএফ এর সভাপতি,হেডম্যান, উপস্থিত ভিসিএফ এর সদস্যদের।

এই সময় মোঃ সাইফুল্লাহ ইউএনডিপির কাজের প্রশংসা করে বলেন ২৫% বনভুমি থাকা আবশ্যক একটি দেশে, সেই তুলনায় আমাদের বন কমে যাচ্ছে দিন দিন, ভিসিএফ এর ফাকা জায়গাতে বিভিন্ন গাছের চারা রোপন করতে ভিসিএফ কমিটিকে আহবান জানান, পাশাপাশি তিনি যেকোন ভিসিএফ সংরক্ষন ও সুরক্ষা বিষয়ে পরিষদের সাহায্য অব্যাহত থাকবে বলেন,৩১৬ একর ভিসিএফটি সুরক্ষা করার জন্য পাড়াবাসী আপনাদেরক অসংখ্য ধন্যবাদ, বন বাঁচলে, থাকবে পানি,তাই ভিসিএফ এর পশুপাখি, ঝর্ণা -ঝিরি,বন ও বন্যপ্রাণী, বাঁশ,গাছ উজার না করার জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকলো, সেগুনবাগান না করার জন্য আহবান জানান, তার পরিবর্তে বিভিন্ন বনজ,ফলজ, গাছ রোপন করার কথা বলেন। জলবায়ু, অতিবৃষ্টি, খরা,বন্যা,বজ্রপাত থেকে রক্ষা করবে।এই জন্য বেশী করে গাছ লাগাতে হবে, ভিসিএফ টি সংরক্ষন করতে হবে,ও প্রকল্পের পরিদর্শন শেষ করেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন -প্রোগ্রাম কোর্ডিনেটর মোহাম্মদ শাহজান আলী, জেলাকর্মকর্তা মোহাম্মদ নাজিম ফরাজি, মনিটরিং অফিসার আরিফুল ইসলাম ও অন্যান্য সদস্যগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button