জেলার খবর

খাগড়াছড়ি জেলা পুলিশের পদমর্যাদা ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

মনির উদ্দিন মুন্না
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ঃ-

খাগড়াছড়ি জেলা পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সপ্তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (৩ নভেম্বর ২০২২ইং) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা পুলিশের কনফারেন্স রুমে পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সপ্তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম।

এসময় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)জিনিয়া চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)কে এইচ এম এরশাদ, জেলা পুলিশের বিভিন্ন পদস্থ অফিসারবৃন্দ।

প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, “প্রশিক্ষণ প্রশিক্ষনার্থীদের দক্ষতা বৃদ্ধি করে। তাদেরকে যুগোপযোগী করে তোলে। এই প্রশিক্ষণ থেকে যা কিছু অর্জন তা সাধারণ মানুষের নিরাপত্তায় ব্যবহার করতে হবে। তাতেই সমাজের মঙ্গল হবে যা আমাদের কর্মজীবনে ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে বলে জানান তিনি।

প্রধান অতিথি খাগড়াছড়ি পুলিশ সুপার মে:নাইমুল হক পিপিএম প্রশিক্ষনার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button