চট্টগ্রাম

খাগড়াছড়ি পুনাক সভানেত্রী রেহেনা ফেরদৌস’র উদ্যোগে চিত্রাঙ্কন প্রশিক্ষণ চালু

মনির উদ্দিন মুন্না
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ঃ-

খাগড়াছড়ি পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর উদ্যোগে শনিবার (০৫ নবেম্বর ২০২২) বিকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স পুনাক এর অফিস কক্ষে শিশু,কিশোর-কিশোরীদের মাঝে চিত্রাঙ্কন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) সভানেত্রী রেহেনা ফেরদৌসী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ও পুনাক সহ- সভানেত্রী জিনিয়া চাকমা, প্রশিক্ষক শেলি চাকমাসহ পুনাকের অন্যান্য সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক শিশু,কিশোর- কিশোরদের উপহার হিসেবে আর্টবোর্ড ,রঙ পেন্সিলসহ চিত্রাঙ্কনের সরঞ্জাম দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী রেহেনা ফেরদৌসী বলেন-‘চিত্রাঙ্কন প্রশিক্ষণের ফলে শিশু, কিশোর-কিশোরীদের মাঝে দেশপ্রেম ও শিল্পকলার বীজ রোপিত হবে। শিশুরাও সুন্দর ছবি আঁকতে জানে, শুধু প্রয়োজন একটু সহযোগিতা। আর পুনাক এই সহযোগিতা প্রদানের জন্যে উদ্যেগ গ্রহণ করেছে। পুনাক কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা এখন থেকে প্রতি শনিবার বিকাল ৩.৩০ ঘটিকায় খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলশেডে চলমান থাকবে বলেন।

খাগড়াছড়ি পুনাক কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রশিক্ষণের মাধ্যমে সুশিক্ষিত হয়ে ধর্মান্ধতা, অপসংস্কৃতি, কুসংস্কার দূরে ঠেলে একটি উদার, গঠনমূলক সমাজ নির্মাণ করবে যা এদেশের সাংস্কৃতিক ঐতিহ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করে পুনাক সভানেত্রী চিত্রাংকন প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে চিত্রাংকন প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

খাগড়াছড়ি পুনাক, পুলিশ সদস্যের সন্তানদের জন্য চিত্রাংকন প্রশিক্ষণ চালু করায় পুনাকের সভানেত্রীসহ সংশ্লিষ্ট সকলকে শিক্ষার্থীদের অভিভাবকরা ধন্যবাদ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button