খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে “কমিউনিটি পুলিশিং ডে “ উদযাপন


মনির উদ্দিন মুন্না
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ঃ-
খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে,উপলক্ষে আলোচনা সভা,সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
শনিবার(২৯অক্টোবর) সকালের জেলা শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে বেলুন উড়িয়ে শোভাযাত্রা বের করা হয়, শোভাযাত্রাটি শাপলা চত্বর ঘুরে আবার টাউন হলে এসে শেষ হয়। পরে পুলিশ লাইন্সে আলোচনা সভা ও কমিউনিটি পুলিশিং এর ২জন শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে সম্মাননা স্মারক ও ক্রেস্ট বিতরণ করা হয়।
”অন্যায়ের প্রতিবাদে,পুলিশ জনতা একসাথে” “পুলিশ জনতা ভাই ভাই,জঙ্গিবাদের ঠাঁই নাই” “মাদককে না বলি,সুখী পরিবার গড়ি”।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ নাইমুল হকে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু,
জেলার অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা’র সঞ্চালনায়, স্বাগতিক বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান।
প্রধান অতিথি মংসুইপ্রু চৌধুরী বলেন- সারাদেশের যেকোন দুর্যোগের সময় কমিউনিটি পুলিশিং এর ভূমিকা অনন্য।তারা দেশের কল্যাণের জন্য,শান্তি ও সম্প্রীতির জন্য নিরলসভাবে দিনরাত কাজ করে যাচ্ছে।দেশের যেকোন ক্রান্তিকালে কমিউনিটি পুলিশ প্রত্যক্ষভাবে দায়িত্ব পালন করেছে এবং করে যাচ্ছে,সাম্প্রতিক সময়ে সারাদেশে বিভিন্ন জেলায় ধর্মান্ধ,উম্মাদ ব্যক্তিরা সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তারা এদেশের শান্তি চাই না,সম্প্রীতি চাইনা।প্রকৃত মুসলিম,প্রকৃত হিন্দু,প্রকৃত বৌদ্ধ ও খ্রিস্টানরা এই রকম উগ্রতা বিশ্বাস করেনা,এমন কাজ করতে পারেনা।যেকোন সাম্প্রদায়িক অপশক্তি,উগ্রতাদের বিরুদ্ধে পুলিশ বাহিনী,সকল ধর্মপ্রাণ ব্যক্তি এবং দেশের সকল সমাজ এগিয়ে আসতে হবে।যারা এদেশে শান্তি বিনষ্ট করতে চাইবে,তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিতে সকলের প্রতি আহ্বান জানা।
পুলিশ সুপার নাইমুল হক পিপিএম বলেন- পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসাবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে, প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার জনগণকে সঙ্গে নিয়ে এই দিবসটি পালন করে থাকে বাংলাদেশ পুলিশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, সরকারি কলেজর অধ্যক্ষ প্রফেসর মিছবাহুদ্দীন আহমেদ, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা সিনিয়র সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত,সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএইচ এরশাদ,সদর থানার ওসি মোঃ আরিফুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী প্রমূখ।