খাদ্য নির্ভর কৃষি জমি ধ্বংস করে প্রকল্প না করতে বাপা’র আহবান


ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখা’র আয়োজনে (ধলঘাটা ও মাতারবাড়ী) প্রতিনিধিদের আলোচনা সভায় বাপা’র নেতৃবৃন্দগন এসব কথা বলেন । ১৮ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৩টার সময় মাতারবাড়ী কে জি এন্ড নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বাপা’র সদস্য মাওলানা মোঃ মহসিন এর কোরআন তেলাওয়াদের মধ্যদিয়ে আলোচনা সভা শুরু হয় ।
বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সহ-সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন , বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সভাপতি মোছাদ্দেক ফারুকী । আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সহ-সভাপতি মাষ্টার মোঃ নুরুন্নবী । বক্তব্য রাখেন , মাতারবাড়ীর সাবেক ইউপি সদস্য পরিবেশ কর্মী হামেদ হোছাইন , জনসুরক্ষা মঞ্চের মহেশখালীর সভাপতি নুর মোহাম্মদ , সাংবাদিক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান প্রমুখ ।
বক্তারা বলেন, কক্সবাজারের মহেশখালীতে কৃষি জমি ধ্বংস করে আর কোন প্রকল্প না করতে সরকারের প্রতি অনুরোধ জানান বাপা’র নেতৃবৃন্দরা । দেশে খাদ্য সয়ংসম্পুর্ণ রাখতে কৃষি জমি রক্ষা করতে হবে । খাদ্য উৎপাদন বাড়াতে হলে দেশে কৃষি জমি রক্ষার কোন বিকল্প নাই । দেশে একের পর এক কৃষি জমি ধ্বংস করে উন্নয়ন প্রকল্প করবেন আর অন্যদিকে কৃষকদের খাদ্য উৎপাদন বাড়াতে উদ্যোগ নিতে বলবেন এই দুইটা এক সাথে করা যাবে না । অপরিকল্পিত উন্নয়নে পরিবেশের বিপর্যয় ঘটছে প্রতিনিয়ত । সাগর থেকে বালু উত্তোলন বন্ধ করতে হবে , বালু উত্তোলন বন্ধ করা না গেলে হুমকিতে পড়বে উপকূলীয় অঞ্চল । কক্সবাজার সমুদ্র সৈকত এবং মাতারবাড়ী বেড়িবাঁধ ভাঙ্গনের উদাহরণ দিয়ে বলেন, বিগত তিন বছর আগে এমন পরিস্থিতি দেখেনি কক্সবাজারবাসী । সাগর থেকে বালু উত্তোলনেই কাল হলো সৈকত ভাঙ্গন আর মাতারবাড়ী বেড়িবাঁধের । কোহেলিয়া নদী দখল করে সড়ক নির্মাণ, ম্যানগ্রোভ গাছ কেটে চর দখল করে চিংড়ী ঘের নির্মাণ এবং নদী ভরাট ও দূষণের ফলে দ্বীপের প্রায় ১৫ হাজার জেলে পরিবার তাদের কর্ম হারানোর শংকায় রয়েছেন । শুধু জেলে নয়, এনদীর উপর উপজেলার অর্ধেক মানুষ বিভিন্ন ভাবে জড়িত রয়েছে । তাই এসব মানুষের জীবিকা রক্ষা করতে হলে কোহেলিয়া নদীকে বাঁচাতে হবে । দেশের একমাত্র পাহাড়ী দ্বীপ হচ্ছে মহেশখালী , কিন্তু এই পাহাড় থেকে মাটি বিক্রি করে পাহাড় ধ্বংস করছে কিছু অসাধু প্রভাবশালী ব্যাক্তি । উপজেলার বন বিভাগের কিছু অসৎ কর্মকর্তার যোগসাজশে পাহাড় কাটা হচ্ছে । বন কর্মকর্তারা সততার সাথে দায়িত্ব পালন করলে কারো সাধ্য নাই পাহাড় কাটার এমনটি মনে করেন বাপা’র কর্মীরা । প্যারাবন নিধন করে প্রকল্প নির্মাণ করা হচ্ছে, এটি খাল কেটে কুমির আনা হচ্ছে বলে মনে করেন বাপা’র নেতৃবৃন্দরা । প্রাকৃতিক দুর্যোগ (ঘুর্ণিঝড়) থেকে রক্ষা করে উপকূলীয় ম্যানগ্রোভ (প্যারাবন) । উপকূল বাঁচাতে হলে প্যারাবন রক্ষা করতে হবে । আলোচনা সভায় বাপা’র আগামী ঢাকা মহাসমাবেশ সফল করতে ব্যাপক ভাবে প্রচার প্রচারণা চালাতে সকলকে নিরলস ভাবে কাজ করার জন্য আহবান জানানো হয় ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন , বাপা মহেশখালী আঞ্চলিক শাখার যুগ্ন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো , বাপা সদস্য শাবনাজ সোলতানা , আলী আজগর , শাহেদুল ইসলাম শাহেদ , ফরহাদ হোছাইন প্রমুখ ।
আলোচনা সভা সঞ্চালনা করেন , বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক ।
উক্ত আলোচনা সভায় বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল এর শ্রদ্ধেয় পিতা ও অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন , এবং সবাই দুই মিনিট দাড়িয়ে মরহুমকে শ্রদ্ধা জানান । এসময় বাপা’র নেতৃবৃন্দগন শিক্ষাবিদ আব্দুল আলীর জন্য দোয়া পাঠ করেন । পরে মরহুমের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় , মোনাজাত পরিচালনা করেন বাপা’র সদস্য মাওলানা মোঃ মহসিন ।