খালেদা জিয়ার মুক্তির দাবিতে চবির ছাত্রদলের বিক্ষোভ মিছিল
খালেদা জিয়ার মুক্তির দাবিতে চবির ছাত্রদলের বিক্ষোভ মিছিল


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল করেছেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় সড়ক থেকে শুরু হয়ে রেলস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় তাঁরা নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবি জানান। মিছিলের নেতৃত্বে ছিলেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
এ বিষয়ে আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আমরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছি। ভবিষ্যতে আমরা দেশে আর কোনো প্রহসনমূলক নির্বাচন হতে দেব না।’
আব্দুল্লাহ আল নোমান আরও বলেন, ‘আমরা প্রশাসনের কাছে ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঈমতিয়াজ ইকরাম, ঈসমাঈল হোসেন, সাবেক সহসম্পাদক মিজানুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আইনুল ইসলাম সাগর, ফরহাদ হোসেন, মোহাম্মদ ইমন, আজিজুর রহমান মামুন, সাবেক সদস্য তানভীর বিল্লাহ, ওবায়েদ, মিনহাজ, ইমরান, মঈন, কেফায়েত, সাকিব, তফু, রহিম, জুয়েল, আশরাফ, জিয়া, টিপু, রাশেদ, ইসমাইল, রফিক, রাশেদ, রহমান, মোজাম্মেল, সাগর, ওয়ারেস, পারভেজ, সালাউদ্দিন, মিশকাত, আরাফাত, রিয়াদ, ওহাহিদ, রহমান, রুকন প্রমুখ।
জানা যায়, গত ১১ আগস্ট ছাত্রদলের ৫ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। নবগঠিত কমিটিতে সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসীন এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানকে মনোনীত করা হয়। নবগঠিত এ কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদ পাওয়া তিন নেতা। কমিটি ঘোষণার ৩দিন পরেই পদত্যাগ করেন সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশিদ মামুন।
নতুন কমিটি গঠনের পর মূল ক্যাম্পাসে এই প্রথম প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করল ছাত্রদল। এর আগে দীর্ঘ সাত বছর পর গত ১১ আগস্ট শাখা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়।