আইন-আদালত
খুলনায় ছয় বছরের শিশুকে ধর্ষণ: আটক ১
র্যাব ৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ জানান, ২ মার্চ সকালে ভিকটিম তার নিজ বাড়ির উঠানে খেলা করছিল।


খুলনা প্রতিনিধি: খুলনার রূপসায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছরের বাসুদেব রায়কে গ্রেফতার করেছে র্যাব-৬। রবিবার (৫ মার্চ) রাতে তাকে রূপসার পাথরঘাটা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব ৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ জানান, ২ মার্চ সকালে ভিকটিম তার নিজ বাড়ির উঠানে খেলা করছিল।
আসামি সেখানে এসে ভিকটিমকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে নিয়ে ধর্ষণ করেন। ভিকটিম অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, ভিকটিমের বাবা এ ঘটনায় মামলা করেন। রবিবার রাতে র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে বাসুদেবকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামিকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।