গদখালীতে হাজিদেরকে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সংবর্ধনা


জসিম উদ্দিন :
“মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরের ঝিকরগাছার স্বপ্নছোঁয়া অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অত্র এলাকার হাজিদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২/১১/২০২২) তারিখ বিকালে গদখালীর পানিসারা ফুল বিপনন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মীর আলী রেজা।
স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ডা: বিল্লাল হোসেনের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, দেশ সেরা উদ্ভাবক ও বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ও সমাজ সেবক মীর বাবর জান বরুন, ঝিকরগাছার এস, কে ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের পরিচালক ও স্বপ্নছোঁয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, রঘুনাথ নগর কলেজের অধ্যাপক ও সমাজ সেবক সোহরাব হোসেন সোহাগ, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান কবীর, রংধনু স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি এম, এ, সুমন, কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ডাঃ জাবেদ আলী, ৫ নং পানিসারা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার হাসনা হেনাসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত নারী ও পুরুষ হাজীগণ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রোভার রাজিব এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি তরিকুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান উদ্যোগক্তা ছিলেন, স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ও সাদা মনের মানুষ সায়েদ আলী। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও হাজীদের সমন্বয়ে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়।