ঢাকা

গাজীপর মহানগর নির্মান শ্রমিক ইউনিয়নের পুর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আবু সাঈদ চৌধুরী গাজীপুরঃ
গাজীপুর মহানগর নির্মান শ্রমিক ইউনিয়নের ২০২২ ইং পৃর্নমিলনী অনুষ্ঠানের আযোজন করে তালটিয়া ৪২ নং ওয়ার্ড মিরের বাজার পূবাইল থানা অন্তর্ভুক্ত সুসংগঠিত নির্মান শ্রমিক ইউনিয়ন, যা ৫০ জন শ্রমিক নিয়ে শুরু হয়,এখন ১৯৫ জন শ্রমিকে উন্নিত হয়। প্রতিষ্ঠানের সকল শ্রমিকের মধ্যে রয়েছে কন্সট্রকশন শ্রমিক হইতে ইলেক্টিশিয়ান, প্লামবিং,ওয়েলডিং,ট্রাইল্স,রং ও থাই এলমোনিয়াম শ্রমিক নিয়ে সংগঠনটি ২০২১ সালে স্থাপিত হয়।গাজীপুর মহানগর নির্মান শ্রমিক ইউনিয়ন খুব উন্নত ও দক্ষতার সাথে কাজ করে আসছে।

এই মির্মান শ্রমিক ইউনিয়নের পরিশ্রমিক লোকদেরকে একটু বিনোদনের জন্য, বিশ্ব কাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে, এবং শ্রমিকদের মুখে হাসি ফোটানোর লক্ষ্য সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ, অএ প্রতিষ্ঠানের সকল শ্রমিকদের উপস্থিততে একটি প্রজেক্টর উপহার দেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ সাবেক সফল চেয়ারম্যান ও কাউন্সিলর পদ পার্থী ৪২ নং গাজীপুর মহানগর, প্রধান অতিথি বক্তব্য বলেন আজ এই শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই রাষ্টের প্রতিটা কলকারখানায় এবং নির্মানের গুরুত্বপূর্ণ অবধান রাখেন।তাদেরকে সঠিক মূল্যয়ান ও সঠিক মজুরী,স্বাস্থ্য, চিকিৎসা বাসস্থান নিশ্চিত করা আমাদের রাষ্ট্রের ব্যবস্থা করা দরকার।

উক্ত অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর নির্মান শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি মনির হোসেন, সহঃ সভাপতি আলমাছ মিয়া,সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, আনোয়ার, বাছির, তোফাজ্জল হোসেন তাপু,বিল্লাল, শহিদুল্লা, আল আমিন,তানভীর, শাকিল, রাজীব ও সম্মানিত সদস্য আহসান উল্লাহ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলে এবং প্রজেক্টর গ্রহন করেন আহসান উল্লাহ গাজীপুর মহানগর নির্মান শ্রমিক ইউনিয়নের সম্মানিত সদস্য প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button