রাজনীতি
গাজীপুরে বিএনপি’র ডাকা অবরোধ চলছে
পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ভোরে নগরের মোগরখাল এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।


বিবিএস নিউজ ডেস্ক: গাজীপুরে বিএনপি’র ডাকা অবরোধে শহরের বিভিন্ন এলাকায় যান চলাচল সীমিত দেখা যায়। রোববার সকালে অবরোধ চলাকালে গাজীপুরে শ্রীপুরের সিএন্ডবি এলাকায় যুবদল নেতাকর্মীরা পিকেটিং করে। পরে পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ভোরে নগরের মোগরখাল এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এদিকে, ঢাকা- ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার যানবাহন তেমন একটা চলাচল না করলেও জেলার অভ্যন্তরীণ রুটের বাস সহ হালকা যানবাহন চলাচল করছে। শিল্প এলাকায় সকাল থেকে কাজকর্ম অনেকটা স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে যেকোনো পরিস্থিতির মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়ন রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ পরিস্থিতি তদারকি করছেন।