ঢাকা

গাজীপুরে মায়ের কোল থেকে শিশু ছিনতাই

গাজীপুরের শ্রীপুরে মায়ের কোল থেকে ১৮ মাস বয়সী শিশুকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এঘটনার পর শিশুর মামা বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শিশুকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি: গত বৃহস্পতিবার (২রা মার্চ) বিকেলে মা ফারজানা আক্তার কারখানা ছুটির পর বাসায় ফিরেন।

পরে সন্ধ্যার পূর্বে শিশু তায়েবাকে কোলে নিয়ে স্থানীয় নয়নপুরে বাজার করতে বের হয়। এসময় তিনি অপহরণকারীদের কবলে পড়েন। তার কোল থেকে ছিনিয়ে নেয়া হয় শিশু তায়েবাকে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু রায়হান জানান, দুই শিশু সন্তানকে নিয়ে শ্রীপুরের দক্ষিণ ধনুয়া গ্রামের জুলেখার বাড়িতে ভাড়া থেকে একটি কারখানার শ্রমিক হিসেবে কাজ করেন ফারজানা আক্তার (২৬)।

তার বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার সুরিগাঁও গ্রামে। সন্তানের মধ্যে বড় মেয়ে বর্ষার বয়স সাত বছর আর ছোট তায়েবার বয়স ১৮মাস। মা যখন কারখানায় কাজে যান তখন ছোটবোনের দেখভাল শিশু বোন বর্ষা করতো।

ফারজানা আক্তার জানান, নয়নপুর বাজারের কাছাকাছি পৌঁছালে এক যুবক শিশুটিকে মামা বলে ডাক দিয়ে কাছে আসেন। পরে যুবকটি শিশুটিকে কৌশলে কোলে নিয়ে আদর করতে থাকেন। এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগে ওই যুবক নাকে রুমাল দিয়ে চেপে ধরে। এর কিছুসময় পরে তিনি অচেতন হয়ে পড়তে থাকেন। এসময় কোলের শিশুটিকে নিয়ে পালিয়ে যায় সেই যুবক।

জ্ঞান ফিরে এলে জানতে পারেন এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।

ফারজানার ভাই মোস্তফা মিয়া বলেন, তার বোনের সাথে কারো কোন বিরোধ নেই, সম্প্রতি তার স্বামীর চাকরি চলে যাওয়ায় তিনি গ্রামের বাড়িতে গিয়ে কৃষিকাজ করেন। দুই সন্তানকে নিয়ে তার বোন কারখানায় কাজ করতো। মায়ের কোল হতে শিশুটিকে এভাবে ছিনিয়ে নেয়ায় তার বোন কান্নাকাটি করতে করতে মাঝে মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলছেন। শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি এ বিষয়ে শ্রীপুর থানায় অভিযোগও দিয়েছেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু রায়হান বলেন, এ ঘটনায় আশপাশের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। শিশুটিকে উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button