বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা উচিত : নওগাঁয় বিএমএসএফ নেতৃবৃন্দ কালকিনিতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক” কর্মশালায় অনুষ্ঠিত গাজীপুরে বিদেশি পিস্তলসহ মাদক কারবারি আটক যশোরে ‘পৃথিবী ও কলা বিপ্লব দিবস’ উদযাপন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিকেরা সর্বোচ্চ মজুরি পেলো পূবাইলে নতুন সংযোগ বিদ্যুৎ বন্ধ থাকা জনদুর্ভোগ প্রধান শিক্ষকের অপসারণ ও পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ঝিকরগাছায় জামায়াতের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খুলনায় গণমাধ্যম সংস্কার কমিশনের সঙ্গে সাংবাদ কর্মীদের মতবিনিময় অনুষ্ঠিত জাগো নারী ফাউন্ডেশনের চেয়ারপার্সন নূর-উন-নাহার মেরী পেলেন আজীবন সম্মাননা পদক

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের খবরে বাসে আগুন

Reporter Name / ৩৩ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
Oplus_131072

আবু সাঈদ চৌধুরী গাজীপুর:

গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় মুন্নাফ মালিথা(৪৪) নামের নিরাপত্তাকর্মী দুর্ঘটনায় পতিত হয় । জানা যায়,অনন্ত ক্যাজুয়েল নামের একটি কারখানায় চার বছর যাবৎ নিরাপত্তাকর্মী হিসেবে চাকুরীরত ছিল মুন্নাফ মালিথা ।

বাসচাপায় অনন্ত ক্যাজুয়েল এর নিরাপত্তা কর্মী মুন্নাফ মালিথার (৪৪) ঘটনাস্থলেই মৃত্যুর খবরে বিক্ষুব্ধ শ্রমিকরা বাসে আগুন ধরিয়ে দেন। শনিবার (৩০ নভেম্বর)২০২৪ইং রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে গেলে ইট পাটকেল ছোড়েন বিক্ষুব্ধ শ্রমিকরা।

তারগাছ এলাকায় বাসচাপায় অনন্ত ক্যাজুয়েল নামের কারখানার নিরাপত্তা কর্মী মুন্নাফ মালিথার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে আশপাশের কারখানা গুলোতে। আশপাশের কয়েকটি কারখানার অতি উৎসাহী শ্রমিকরা বাসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.মোস্তফা কামাল বলেন, বাসচাপায় অনন্ত ক্যাজুয়েল নামের কারখানার নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবরে চারটি বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। শুনেছি মরদেহ টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আছে।https://bbsnews24.com

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, বাসে আগুন দেওয়ার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস ডেলিভারি হোস পাইপ খুলে পানি দেবে,এ সময় পাবলিক অ্যাটাক করে। তাই ফায়ার কাজ করতে পারেনি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অবস্থান করছে। আমরা শুনেছি ৩-৪টি বাসে আগুন দেওয়া হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর তারগাছ এলাকায় স্থানীয় অনন্ত ক্যাজুয়েল গার্মেন্টসের এক নিরাপত্তা কর্মী মহাসড়ক অতিক্রম করছিলেন।

এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিরাপত্তা কর্মীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে খবর ছড়ায়। পরে উত্তেজিত শ্রমিকরা কয়েকটি বাসে অগ্নিসংযোগ করে। এতে করে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের বাধার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করায় রাত ১০.৩০ দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয় ।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *