গাজীপুর পূবাইলে ভাড়া বাসায় পূর্ব শত্রুতার জেরে আগুন
তার স্বামী আব্দুল বাকী ওরফে রঙিলা একজন ঝালমুড়ি ব্যবসায়ী। কোনরকম উপার্জন এর মধ্য দিয়ে তার তিন স্কুল পড়ুয়া ছেলে সন্তানকে নিয়ে অতি কষ্টে জীবন যাপন করে আসছেন মনিকা ও তার স্বামী।


আবু সাঈদ চৌধুরী, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পুবাইল মেট্রোপলিটন থানার ৪২ নং ওয়ার্ডে ভাড়া বাসায় পূর্ব শত্রুতার জেরে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে পাশের বাড়ির নুরুন্নাহার (৩৫) ও তার স্বামী আবুল খায়ের (৪০) এর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে গত শুক্রবার ৩ মার্চ রাতে বিন্দান মধ্যপাড়া এলাকার শাখাওয়াত সরকারের বাড়িতে।
অভিযোগ সূত্রে ভুক্তভোগী ওই নারী মনিকা জানান, ৮/১০ বছর যাবত তিন পুত্র সন্তান ও স্বামী আবদুল বাকি ওরফে রঙিলাকে নিয়ে শাখাওয়াত সরকারের ভাড়া বাড়িতে বসবাস করে আসছেন।
তার স্বামী আব্দুল বাকী ওরফে রঙিলা একজন ঝালমুড়ি ব্যবসায়ী। কোনরকম উপার্জন এর মধ্য দিয়ে তার তিন স্কুল পড়ুয়া ছেলে সন্তানকে নিয়ে অতি কষ্টে জীবন যাপন করে আসছেন মনিকা ও তার স্বামী।
মনিকার ছোট ভাই আজিজুল ইসলাম এর সাথে পাশের বাড়ির নুরুন্নাহার এর টাকা লেনদেন হয় এর সূত্র ধরে প্রায়ই সময় রঙ্গিলা ও তার পরিবারের প্রতি হয়রানি করে আসছে নুরুন্নাহার ও তার স্বামী আবুল খায়ের।
এর সূত্র ধরে গত ৩ মার্চ গভীর রাতে মনিকা ও তার স্বামী সন্তানেরা ঘুমিয়ে পড়লে হঠাৎ ঘরের সামনে অব্যবহৃত জিনিসপত্র ও খরকুটাতে আগুন ধরিয়ে দেয় নুরুন্নাহার। আগুন জ্বলতে দেখে মনিকার মেজো ছেলে মাইন উঠে ও নুরুন্নাহার পালিয়ে যায়।
পরে ডাক চিৎকারে আশেপাশের লোকজন আসলে আগুন নিয়ন্ত্রণে আসে এতে প্রাণে বেঁচে যায় ওই পরিবার ও তিন সন্তান।
এদিকে ঘটনার পর থেকে নুরুন্নাহার ও তার স্বামী আবুল খায়ের ঘটনা ধামাচাপা দিতে নানা অপপ্রচার চালাচ্ছে লোকজনের সাথে।
ঘটনার সত্যতা জানতে একাধিকবার ফোন করেও তাদের নিকট হতে কোন সদোত্তর পাওয়া যায়নি।
এই ঘটনার পূর্বেও নিকটস্থ থানায় একাধিক অভিযোগ ও সাধারণ ডায়েরি রয়েছে তাদের বিরুদ্ধে। বর্তমানে মনিকার পরিবার স্বামী সন্তান নিয়ে ভয়ে অত্যান্ত মানবেতর জীবনযাপন করছেন।