মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
আবু সাঈদ চৌধুরীঃ
গাজীপুর মহানগরীর পূবাইল ৪১ নং ওয়ার্ডে ভাদুন নৈবাড়ী উত্তম মেষপালক গির্জায় নানা আয়োজনে খ্রিষ্টানদের বড় দিন উদযাপন করেছে খৃষ্টান ধর্মালম্বীরা। কর্মসূচীতে ছিল বিশেষ প্রার্থনা, কেক কাটা ও যুব কীর্তন প্রতিযোগিতা।
গতকাল বুধবার ২৫ ডিসেম্বর সকাল ৯ টায় মেষপালক গীর্জার পাল পুরোহিত কুঞ্জন কুইয়ার পরিচালনায় দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বড়দিন উদযাপনে প্রধান অতিথি হিসাবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান উপস্থিত থেকে কেক কাটেন। বিশেষ অতিথি ছিলেন ভিসি জিএমপি অপরাধ (দক্ষিণ)
এন এম নাসির হোসেন, গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার ফাহিম আসজাদ, এডিসি অপরাধ দক্ষিণ হাফিজুল ইসলাম, পুবাইল থানার ওসি এস এম আমিরুল ইসলাম ও পূবাইল থানা যুবদলের সাধারণ সম্পাদক ও ৪২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. আবুল হোসেন লিংকন।
আরও উপস্থিত ছিলেন গীর্জার ভাইস চেয়ারম্যান ও দি মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ সোসাইটির পরিচালক সুজয় পিউরীফিকেশন, গীর্জার সাধারণ সম্পাদক বঞ্জিত পালমা, মারিয়া সংঘের সভাপতি মালঞ্চ পালমা, ভাদুন খ্রিষ্টান যুব সংঘের সভাপতি প্লাসিড, রঞ্জন পালমা প্রমুখ।