গোদাগাড়ীতে আ.লীগ নেতার হাত-পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা
গোদাগাড়ীতে আ.লীগ নেতার হাত-পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা


রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে এক আওয়ামী লীগ নেতার হাত-পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। বুধবার(২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাশিমালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর ইসলাম (৪৫) স্কুলে যাচ্ছিল।
এসময় দুধাই লাইনপাড়া গ্রামে তাকে ঘিরে ফেলে সন্ত্রাসীরা। এক পর্যায়ে শফিকুল ইসলামকে মাটিতে ফেলে দিয়ে রড, লাঠি ও হাসুয়া দিয়ে কুপাতে থাকে। এতে করে শফিকুর ইসলামের হাত ও পা ভেঙ্গে যায় এবং মাথায় গুরুতর যখম হলে স্থানীয় লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য লিয়াকত আলী বলেন, পরিকল্পিতভাবে এ্যাজেল মাষ্টারের সন্ত্রাসী বাহিনী শফিকুল ইসলামের হামলা চালিয়ে তার বাড়ী ভাংচুর ও সাতটি খড়ের পালাতে আগুন দিয়েছে। স্থানীয় লোকজন জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ্যাজেল মাষ্টার ও শফিকুল ইসলাম মাস্টারের নের্তৃত্বে দুই পক্ষ মারামারি করে আসছে।
২০দিন আগে এ্যাজেল মাস্টার পক্ষের আনিসুর রহমান নামে এক যুবককে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছিল শফিকুল মাস্টারের লোকজন। আর এই ঘটনাকে কেন্দ্র করে শফিকুল মাস্টারের উপর হামলার ঘটনা ঘটে।
এরপর উভয় পক্ষের লোকজন উত্তেজনা দেখা দেয়। দুইটি পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ঘটনা ঘটে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল ইসলাম বলেন,এলাকায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলাকারীদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। থানায় মামলা দায়ের হয়েছে।