গোদাগাড়ীতে ৫২তম সমবায় দিবস পালিত
রাজশাহীর গোদাগাড়ীতে সারা দেশের ন্যায় ৫২তম জাতীয় সমবায় দিবস নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়েছে।


গোদাগাড়ী প্রতিনিধি: ‘সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও সমবায়ের যৌথ আয়োজনে দিবসটি পালন উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সফল সমবায় সমিতি এবং সমবায়ী উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শনিবার সকাল ১০ টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আতিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার জিগার হাসরত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদ হাসান, গোদাগাড়ী উপজেলা বিআরডিবির সভাপতি এ.ম. শাহিন, গোদাগাড়ী পল্লি উন্নয়ন কর্মকর্তা সারমিন সুলতানা, গোদাগাড়ী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ আল মামুন, গোদাগাড়ী থানার তদন্ত কর্মকর্তা শম্ভু চন্দ্রনাথ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামরুজ্জামান বুকুল। এই বছর ৮ জন সমবায়ী উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় সমবায় সমিতির সদস্য, উদ্যোক্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।