গোমস্তাপুরের মুক্তিযোদ্ধা সোহরাব আলীর মৃত্যু


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি: রহনপুর পৌরসভার রহনপুর পুরাতন বাজার নিবাসী বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী (৮৮) বার্ধক্য জনিত কারনে নিজ বাস ভবনে বিকেল ৩.৩০ মিনিটে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি, স্ত্রী সাত ছেলে তিন মেয়ে সহ আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার রাত ৯ টায় রহনপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মুঃ জিয়াউর রহমান, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, জেলা ডেপুটি সাবেক কমান্ডার তাজুল ইসলাম সোনার্দী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাহতাবুল আলম নুরী, রহনপুর পৌর সাবেক কমান্ডার আঃ মজিদ, সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা পূর্ব, উপজেলা নির্বাহি অফিসার ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আসমা খাতুন এর নেতৃত্বে গোমস্তাপুর থানার ওসি তদন্ত সেলিম রেজার নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। জানাজা শেষে রহনপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।