ঢাকা

গোসাইরহাটে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র‍্যালি

নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশের অর্জন, উপকৃত দেশের জনগণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ পালিত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা আইসিটি অফিসার মাইনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাজমা বেগম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আজাদ মিঞাসহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সভায় বক্তারা বলেন,দেশে ডিজিটাল বাংলাদেশ সফল বাস্তবায়ন প্রযুক্তি খাতে ২০ লাখের বেশি তরুণ-তরুণীর কর্মসংস্থানসহ ৬ লাখ ৫০ হাজারের বেশি ফ্রিল্যান্সার পেশাজীবী তৈরি হয়েছে। বাংলাদেশে বর্তমানে ১৮ কোটি ১৪ লাখের বেশি মোবাইল সংযোগ, ১৩ কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী এবং ৩ হাজার ৮০০ ইউনিয়নে সফলভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে। ইন্টারনেট ও মোবাইল ফোনের সহজলভ্যতায় মানুষের তথ্যপ্রযুক্তি ব্যবহারে সক্ষমতা যেমন বেড়েছে তেমনি তাদের দৈনন্দিন জীবন আরও সহজতর হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button