ঘুমধুমের পাহাড় পাড়ার ঐতিহ্যবাহী খেলার মাঠ দখলে নিতে মরিয়া জপাইতলীর নুর আহমদ গং,


নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের একমাত্র ঐতিহ্যবাহী পাহাড় পাড়ার খেলার মাঠ দখলের পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে জলপাইতলীর নুর আহমদ(৪৫)গং এর বিরুদ্ধে। এতে খেলোয়াড় ও স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) সরজমিন গিয়ে দেখা যায়, ঘুমধুম ইউপির জলপাইতলীর মত্তুল হোসেন’র ছেলে নুর আহমদ তুমব্রু গ্রামের পশ্চিমকূল পাহাড় পাড়ার খেলার মাঠটির উপর বসে রামরাজত্ব চালিয়ে দখলের পাঁয়তারা চালাচ্ছে।
এদিকে দীর্ঘ দুই যুগ ধরে খেলার মাঠ হিসেবে পরিচিত মাঠটি এ ভূমিদস্যু গ্রাস করতে যাচ্ছে। তাদের অপকৌশলে খেলাধুলা থেকে বঞ্চিত হতে যাচ্ছে যুব, কিশোর থেকে শুরু করে মাঠের ২শত ফিট দুরে অবস্থিত পশ্চিমকূল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুরাও। অন্যদিকে মাঠের পশ্চিম ও পূর্ব পাশের জায়গার মালিক পক্ষ পাকা বাউন্ডারি নির্মাণ করে ফেলেছে । সরকারি ‘খাস জমিতে গড়ে উঠেছে এ খেলার মাঠটি। এই মাঠে প্রতিদিন শত শত কিশোর বিনোদনের জন্য মাঠে খেলতে যায়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, যদি খেলার মাঠ কিছু ভূমিদস্যুদের দখলে চলে যায় বিলীন হয়ে যাবে কিশোরদের খেলাধুলা।
স্থানীয়রা আরো জানান, এলাকার যুবক কিশোর ও শিশুদের খেলাধুলা থেকে বঞ্চিত করে মাঠটিকে দখল নিতে ওঠেপড়ে লেগেছে নুর আহাম্মদ গং ।
উক্ত মাঠে নিয়মিত খেলাধুলা করে এমন কয়েকজন কিশোর বোরহান , আব্বাস, সিজান,বারেক, ইমরান, তোহা,অভি, আব্দুল্লাহ, তারেক,তারিকুল ইসলামসহ আরও ৪০-৫০জন বলেন, তারা এই মাঠে প্রতিদিন খেলাধুলা করেন।
তারা আরো বলেন,গত কয়েক বছর ধরে মাঠের সীমানা ছিল এক রকম কিন্তু আজকে দেখতে পেলাম পূর্বের আর বর্তমান কোন মিল নেই।জলপাই তলীর মত্তুল হোসেন’র ছেলে নুর আহম্মদ মাঠের মাঝখানে বসে দাপট খাটিয়ে বেশকজন রোহিঙ্গা শ্রমিক নিয়ে পূর্বের সীমানা থেকে আরো ৫০ফিট মত মাঠ দখলে নিচ্ছে। এবং দখলের বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবহতি করেছেন বলেও জানিয়েছেন তারা।
খেলার মাঠ দখলে নেওয়া অভিযুক্ত নুর আহমদ’র কাছে জানতে চাইলে তিনি বলেন,হোল্ডিং মূলে জায়গা নিচ্ছি এবং বান্দরবান বিজ্ঞ আদালতে ও একটি মামলা করেছি তাই নিজেই জায়গা দখলে নিচ্ছি!
এ প্রসঙ্গে ঘুমধুম ইউপ সদস্য(০১ নং ওয়ার্ড) শফিকুল ইসলাম জানিয়েছেন, নুর আহমদের কোন ধরনের জমির কাগজ নেই। সে লোভের কারনে মাঠের কিছু অংশ দখল করতে মরিয়া হয়ে উঠেছে কিন্তু কোনভাবে মাঠ দখল নিতে দেওয়া হবে না। প্রয়োজনে তার বিরুদ্ধে আইনি ব্যবস্হা নেওয়া হবে।
এ বিষয়ে ঘুমধুম ইউপি চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ’র কাছে জানতে চাইলে তিনি বলেন, নুর আহমদকে জমির দলিল দেখাতে বললে কোন ধরনের কাগজ পত্র দেখাতে পারেনি। যদি তার দেওয়া সীমানা খেলার মাঠ থেকে সরিয়ে না নেয় তাহলে ইউএনও কে বিষয়টির ব্যাপারে অবহিত করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্হা নিবে বলেও জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।