চট্টগ্রাম

ঘুমধুম ইউনিয়ন যুবদলের উদ‌্যোগে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:

যুব ঐক‌্য প্রগতি যুবদলের মূলনীতি এই স্লোগানকে সামনে রেখে নাইক্ষ‌্যংছড়ি উপজেলার অধিনস্থ ঘুমধুম ইউনিয়ন যুবদলের উদ‌্যোগে জাতীয়তাবাদী যুবদলের গৌরব ঐতিহেৃর ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সম্পন্ন।

বৃহস্পতিবার(২৭ অক্টোবর) বিকালে ঘুমধুম ইউপির ৬নং ওয়ার্ড যুবদলের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন যুবদলের আহব্বায়ক নুরুল আবছারের সভাপতিত্বে সদস‌্য সচিব মিজানুল বশরের সঞ্চালনায় প্রতিষ্টা বার্ষিকী’র প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাইক্ষ‌্যংছড়ি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক শাহ নেওয়াজ চৌধুরী।

এ সময় অন‌্যান‌্যদের মধ‌্যে উপস্থিত ছিলেন, ঘুমধুম ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জহির আহাম্মদ, ইয়নিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক জাহেদ আলম,ঘুমধুম ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, যুবদল নেতা আব্দুল কাদের,বিএনপি নেতা আব্দু রহিম ভুট্রো,সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, যুবদল নেতা শাহ আলম ,যুবদল নেতা আব্দুল গফুর, যুবদল নেতা মোহাম্মদ লতিফ, যুবদল নেতা ইমাম হোসেন, মন্জুর আলম, সাইফুল ইসলাম,ছাত্রদল নেতা সাইদুল ইসলাম, ছাত্রদল নেতা সাকিল আহাম্মদ প্রমুখ।

যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষীকি’র আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে আজ গণতন্ত্র ধ্বংস হয়ে পড়েছে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা রাজপথে আন্দোলনের বিকল্প নাই। সরকার আজ দিশেহারা হয়ে পড়ে আবুল তাবুল বকে আসছে। আজ সারা দেশে জাতীয়তাবাদীদল বিএনপির যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই জোয়ারে ভেসে যাবে অবৈধ সরকারের গদি। আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে সরকার গঠন করবে বলে বক্তারা তাদের বক্তব‌্যে বলেন।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলেই দলীয় স্লোগানের মাধ‌্যমে করতালি দিয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষীকির কেক কেটার পর আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button