ঘুষ না পেয়ে নজিরকে হয়রানি করার অভিযোগ
সাংবাদিকদের ভিডিও বক্তব্য দিয়ে প্রকাশ্যে অভিযোগ তুলেন ভুক্তভোগী নজির আহমেদ


নিজস্ব প্রতিনিধি: ঘুষ না পেয়ে মৃত জলিল আহমেদ’র পুত্র নজির আহমেদকে হয়রানি করার অভিযোগ উঠেছে চৌকিদার বাদশা, ইউপি সদস্য আবুল কালাম ও শাহজাহানের বিরুদ্ধে।
এ নিয়ে সাংবাদিকদের ভিডিও বক্তব্য দিয়ে প্রকাশ্যে অভিযোগ তুলেন ভুক্তভোগী নজির আহমেদ।
বিগত মঙ্গলবার (২৭সেপ্টেম্বর) নজির আহমেদ পরিবার ও মৃত মীর আহমেদ স্ত্রী হাসিনা বেগমের পরিবারের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
ঘটনার পরপর স্হানীয় ইউপি সদস্য আবুল কালামকে ঘটনার বিষয়ে অবহিত করলে তিনি তিনি থানা কোর্ট দেখিয়ে দেয়।
এর পরপরই বিচার দাবি করে নাইক্ষ্যংছড়ি থানা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
কিন্তু এখন বিবাদী হাসিনা বেগমের পক্ষ নিয়ে চোকিদার বাদশা, আবুল কালাম মেম্বার ও শাহজাহানরা সিন্ডিকেট তৈরি করে নজির আহমেদ থেকে দাবি করা ১ লাখ টাকা চাঁদা না দেওয়াতে সময় কালক্ষেপণ করে উল্টো ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদক’কে জানিয়েছেন ভুক্তভোগী নজির।
এবিষয়ে ইউপি সদস্য আবুল কালাম ও চৌকিদার বাদশার কাছে জানতে চাইলে তারা চাঁদা দাবি করার বিষয়টি অস্বীকার ও
নজির একজন চিহ্নিত অপরাধী, অপরাধ কর্মকান্ডের বিচারের রায় তার পক্ষে না হওয়ায় সে আমাদের বিরুদ্ধে এসব কুরুচিপূর্ণ কথাবার্তা বলে যাচ্ছে।