রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসামি ধরতে গিয়ে ৪ পুলিশ সদস্য হামলার স্বীকার

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মামলার আসামি আটক করতে গিয়ে হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নে বিবিষন গ্রামে এ ঘটনা ঘটে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার সন্ধ্যায় গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক শওকত আলী ও শাহরিয়ার হোসেনের নেতৃত্বে ২ কনস্টেবলসহ ৪ জন ওই গ্রামে এক মামলার পলাতক আসামিদের আটক করতে যায়। এসময় গ্রামবাসী তাদের ওপর হামলা চালায়। এতে পুলিশ কনস্টেবল সাজ্জাদ আলী (২৫) গুরুতর এবং অন্যরা সামান্য আহত হন। এদের মধ্যে ২ জন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এদের মধ্যে সাজ্জাদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button