রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার এসআই আব্দুস সালামের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানায় দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে উন্নত চিকিৎসা গ্রহণকালে মৃতবরণ করেন।

২০১৮ খ্রিস্টাব্দ হতে অসাধারণ প্রাণবন্ত, প্রাণোচ্ছল, দায়িত্বশীল, আনুগত্যশীল, জনবান্ধব এক পুলিশ কর্মকর্তা এস আই আব্দুস সালাম। তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে ভোলাহাট শিবগঞ্জ সড়কের সোনাজল বিল এলাকায় সড়ক দূর্ঘটনার শিকার হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইনের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা গ্রহণ করছিলেন।

চিকিৎসা গ্রহণকালে ৮নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী ১ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ভোলাহাট উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে ভোলাহাট সংবাদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার শান্তি কামনা করেছে। তার বাড়ী নওগাঁ জেলার বদলগাছি থানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button