জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গোপন বৈঠককালে ২০ জন গ্রেফতার

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএনপি নেতা আসরাফুল ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোটর গ্যারেজে অভিযান চালিয়ে বিএনপির ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবী তারা ওই গ্যারেজে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ৪ টার দিকে শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা ইউনিয়নের রশিক নগর বাবুপুর গ্রামের আলহাজ্ব আশরাফুল হক চেয়ারম্যানের গাড়ী রাখা গ্যারেজে বৈঠককালে ওই ২০ নেতা-কর্মীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলো জেলার শিবগঞ্জ উপজেলার তাজেরুল ইসলাম (৫২), পিতা-মৃত সাজেমান আলী, সাং-কানসাট (বহলাবাড়ী), সায়রন আলম (৫০), পিতা-মোঃ হুমায়ুন রেজা, সাং-তারাপুর (ঠঠাপাড়া), আনারুল হক (৫৫), পিতা-মৃত মহসিন আলী, সাং-উত্তর উজিরপুর, মোঃ সারোয়ার জাহান সেন্টু (৫২), পিতা-মৃত ফাইজুদ্দিন আহম্মেদ, সাং-দৌলতপুর (উপরটোলা), ফজলে বারী (@ পপুল (৬০), পিতা-মৃত ইয়াসিন আলী, বর্তমান সাং-তত্তীপুর, স্থায়ী সাং-লক্ষীপুর বোগলাউড়ি, ইউপি-পাকা, মমিন আলী (৪৫), পিতা-মোঃ মহসীন আলী, সাং-চৈতন্যপুর (বিজয় মোড়), শরিফ উদ্দিন (৪৭), পিতা-মৃত জালাল উদ্দিন, সাং-তারাপুর (ঠুঠাপাড়া), শরিফ উদ্দিন (৪০), পিতা-মৃত কয়েশ উদ্দিন, সাং-কালীগঞ্জ (মালোপাড়া), আঃ সালাম (৬৫), পিতা-মৃত মেরাস উদ্দিন, সাং-চৌকা (মনাকষা), হাবিবুর রহমান (২) হাবিব (৪২), পিতা-মৃত লিয়াকত আলী, সাং- চকঘোড়াপাখিয়া, মহব্বত আলী ওরফে তুষার (৪২), পিতা-মৃত আঃ মতিন, সাং-দক্ষিন উজিরপুর, তারিফুল ইসলাম ওরফে তারিফ মাস্টার (৪৩), পিতা- সেরাজুল ইসলাম, সাং-ছত্রাজিতপুর (দশ ভাইয়াপাড়া), মইনুল ইসলাম মুকুল (৫৫), পিতা-মৃত মুনজুর রহমান, সাং-দৌলতপুর, দাহারুল ইসলাম ওরফে কামাল (৪৩), পিতা-মৃত হুমায়ুন আলী, সাং-লক্ষীপুর, ইউপি-পাকা, নজরুল ইসলাম (৬৫), পিতা-মৃত ফকির উদ্দিন মন্ডল, সাং-কাশিয়াবাড়ী।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, মঙ্গলবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার নয়া লাভাঙ্গা ইউনিয়নের রানিহাটী-বাবুপুর এলাকায় আলহাজ্ব আসরাফুল ইসলাম চেয়ারম্যানের মোটর গ্যারেজে বিএনপির ৮০/৮৫ জন নেতা-কর্মী সরকার বিরোধী গোপন বৈঠক করার জন্য একত্রিত হয়। বৈঠক চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম-পিপিএম (বার) এর নির্দেশনায় শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমি চৌধুরী জোবায়ের আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২০ জন বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করি।

বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে নাশকতার মাধ্যমে অবৈধ উপায়ে উৎখাত করার জন্য বিএনপি এর কতিপয় দুষ্কৃতিকারী নেতা, কর্মী, সমর্থক পরিকল্পিতভাবে নাশকতা ও সরকারী সম্পত্তি ক্ষতিসাধনের লক্ষ্যেই এই গোপন বৈঠক।

তিনি আরও জানান, সামনে পৌছামাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে গোপন বৈঠক চলাকালীন উপরোক্ত আসামীগণ সহ অজ্ঞাতনামা ৮০/৮৫ জন আসামী দিক বিদিক দৌড়ে পালানোর সময় আমাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। আসামীদের ছোড়া ইটের আঘাতে অত্র থানার এসআই সাইফুল ইসলাম, আব্দুল বারী, মাহফুজার রহমান, নজরুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে জখম প্রাপ্ত হয়। উক্ত সময় অফিসার ফোর্সের সহায়তায় উপরোক্ত আসামীদেরকে ধরতে সক্ষম হই।

এ সময় গ্রেফতারকৃতদের কাছে থাকা লোকজনদের সামনে ঘটনাস্থল হতে ১টি কালো রংয়ের কাপড়ের ব্যাগের মধ্যে বালিসহ উপরোক্ত অবিস্ফোরিত ৭ (সাত) টি ককটেল এবং ঘটনাস্থল হতে ১০টিছোট ইটের টুকরা উদ্ধার করে। উদ্ধারকৃত আলামত সমূহের বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করে মামলা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button