চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র সহ ৪ জনকে আটক করেছে র্র্যাব


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অস্ত্রসহ চার জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১০ ডিসেম্বর) রাতে শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের সালামপুর এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা ৪ অস্ত্র ব্যবসায়ীকে মাইক্রোবাস সহ আটক করে। তাঁদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিম ভাঙ্গা এলাকার ইসাহাক আলী (৩০), জনি ইসলাম (২২), ফারুক হোসেন (৩৭) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পিরোজপুর পশ্চিম পাড়া এলাকার জাকির হোসেন (৩৫)।
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র্যাব-৫ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে র্যাবের একটি দল শনিবার রাতে শাহবাজপুর সালামপুর এলাকায় অভিযান চালিয়ে মাইক্রোবাস ও অস্ত্রসহ ওই ৪ জনকে আটক করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।