রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষার্থী নিহত, আহত দুই

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বুধবার (৯ নভেম্বর) বিকাল ৫ টার সময় বেপরোয়া দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত স্কুল শিক্ষার্থী সদর উপজেলার বালুগ্রাম মহল্লার মোঃ আনসারুল ইসলামের ছেলে শাকিল (১৮)। সে তাহিরপুর সরকারি টেক্সটাইল ভোকেশনাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, চাঁপাইনবাবগঞ্জ বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম-বালিয়াডাঙ্গা স্থানীয় সড়কের গোরস্থান মোড়ে বিপরীতমূখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয় শাকিল এবং একই এলাকার অপর দুই বন্ধু আব্দুল হাকিম (১৯) ও আব্দুল রহিম (১৮)।

পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিমকে মৃত ঘোষণা করেন। এবং অপর দুই বন্ধু হাকিম ও রহিমের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

এ ব্যাপারে সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button