চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল ও ভুটভটির মুখোমুখি সংঘর্ষে মামুন আর রশিদ মাসুম (২৭) নামের একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আল আমিন সুজন (২৫) নামের আরো একজন।
রোববার (৪ ডিসেম্বর) বিকাল পৌনে ৫ টার সময়, সদর উপজেলার আমনুরার টংপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাসুম জেলার নাচোল উপজেলার নেজামপুরের পুকুরিয়া মহল্লার হাবিবুর রহমানের ছেলে। তিনি গ্রামীনফোনের মাঠ কর্মী ছিলেন।
আহত আল আমিন (সুজন) সদর উপজেলার বারঘরিয়ার লক্ষিপুর এলাকার মোতালেবের ছেলে। তিনিও গ্রামীণফোনের কর্মচারী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মোটরসাইকেল করে চাঁপাইনবাবগঞ্জ শহরে ফিরছিলেন মাসুম ও আল আমিন। আমনুরার টংপাড়ায় তাদের বহনকারী মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভুটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে তাদের মধ্যে মাসুমের প্রচন্ড রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই নিহত হয়। ও গুরুতর আহত অবস্থায় আল আমিন কে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন। শারীরিক অবস্থা অবনতি হওয়ায় আল আমিনকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, মারা যাওয়া ব্যক্তির লাশ মর্গে রাখা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।