রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
১১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর ৯ দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে রবিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় অত্র প্রতিষ্ঠানের খেলার মাঠে সভাপতি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমান।
অধ্যক্ষ তার বক্তৃতায় বলেন, বিদ্যামান শিক্ষার সুষ্ঠু পরিবেশ অক্ষুন্ন রেখে আধুনিক ও যুগোপযোগী উন্নত গবেষণায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অধিক মনোযোগী হওয়ার আহবান জানান। তিনি ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি সারা বছর নিয়মিত খেলাধুলা চর্চার এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষা, গবেষণা, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে বর্তমানে সকল ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি পুন:ব্যক্ত করেন। ক্রীড়ায় কেবল নির্মল আনন্দই লাভ হয় না, শরীর ও মন উভয়ই সুস্থ-সবল থাকে।
কলেজের শিক্ষার্থী সিনিয়র রোভার মেট সানোয়ার হোসেন বলেন, ৯ দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফল করে তুলতে ছাত্র-শিক্ষক সবার সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি যথেষ্ট সাফল্যের সাথে কর্মকাণ্ড পরিচালনা করছে।

এবারের প্রতিযোগিতায় অন্যান্য বছরের তুলনায় প্রথম দিনের বাছাই পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য। ধন্যবাদ জানান কলেজ কর্তৃপক্ষকে এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করে আমাদের ক্রীড়া চর্চার সুযোগ করে দেওয়ার জন্য।
উল্লেখ্য, প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে
ছেলেদের খেলাঃ
চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, তিন পায়ে দৌড়, বস্তা দৌড়, ২০০ মিটার,৪০০ মিটার, ৮০০ মিটার
ক্রিকেট, ফুটবল, ক্যারাম (দ্বৈত)
ছাত্রীদের খেলাঃ
সুঁই সুতা দৌড়, মিউজিক্যাল চেয়ার, ভারসাম্য দৌড়, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, জুড়িতে বল নিক্ষেপ।
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে,
কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, হামদ ও নাত, নজরুল গীতি, লালন গীতি, রবীন্দ্র সংগীত।
পরে উদযাপন কমিটির সদস্য সচিব দূর্গা চরন রায় চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) ও ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান আফিদা রহমান বক্তব্য প্রদান করেন। আজিজুর রহমান ইন্সট্রাক্টর (নন-টেক) ও শিক্ষার্থী কল্যাণ কর্মকর্তা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জুনিয়র ইন্সট্রাক্টর ফুড সালাউদ্দিন ইউসুফ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button