বরিশাল

চার বছর মেয়াদ পূর্তিতে ববি উপাচার্যকে ফুল দিয়ে বিদায়

বরিশাল সংবাদদাতা: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর সফল ভাবে চার বছর

সম্পন্ন করায় ফুল দিয়ে সিক্ত করেন শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীরা। মেয়াদ পূর্ন হওয়ার শেষ কর্মদিবস ছিলো ৫ নভেম্বর।শেষ কর্মদিবসে সকাল থেকেই উপাচার্যের কার্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে থাকেন তাঁকে।

এসময় ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সদস্যবৃন্দ, কর্মচারী কল্যাণ পরিষদ গ্রেড ১১-১৬ এর সভাপতি সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ, কর্মচারী কল্যাণ পরিষদ গ্রেড ১৭-২০ এর সভাপতি সাধারণ সম্পাদক সহ সদস্যবৃন্দ, বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন উত্তর অধিকার।

এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ছাত্র-ছাত্রী সহ অন্যান্যদের মধ্যে আরও শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ, বাংলা বিভাগ, গনিত বিভাগ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ,একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ, মার্কেটিং বিভাগ, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি বিভাগ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ, অর্থনীতি বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, সমাজকর্ম বিভাগ, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেরেবাংলা হল, অর্থ দফতর, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর, ইঞ্জিনিয়ারিং দপ্তর, শিক্ষক ও ছাত্র পরামর্শ কেন্দ্র, টিএসসি, প্রক্টর অফিস,আইটি দপ্তরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানগণরা উপাচার্যকে ফুলের শুভেচ্ছা জানান।

সৌজন্য সাক্ষাৎকালে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, গত চার বছরে নিয়মের মধ্যে থেকে যার যতটুকু প্রাপ্যতা ছিল তা তিনি পূরণ করেছেন।
বক্তারা এ সময় সকলকে সমানভাবে মূল্যায়ন করে বিশ্ববিদ্যালয় কে শান্ত ও স্থিতিশীল রেখে পরিচালনা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান তাঁকে। এ সময় উপাচার্য সকলের উদ্দেশ্যে বলেন, গত চার বছরে সরকারের দেয়া দায়িত্ব নিয়ম মেনে সততার সাথে তিনি পালন করার চেষ্টা করেছেন।বিশ্ববিদ্যালয় কে সামনের দিকে এগিয়ে নেয়ার কাজে সহযোগিতা পাওয়ায় সকলকে ধন্যবাদ জানান উপাচার্য।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩রা নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে চার বছরের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়ে ৬ নভেম্বর ২০১৯ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন ছাদেকুল আরেফিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button