ঢাকা

চার লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

চার লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে স্বামীর জমানো ৩ লাখ ৮০ হাজার টাকা ও ৮ভরি স্বর্ণালঙ্কার নিয়ে স্ত্রী আয়েশা বেগম (২০) পরকিয়া প্রেমিক মাসুদ শিকদার (২৪) সাথে পালিয়েছে।প্রেমিক মাসুদ শিকদার ঘটমাঝি এলাকার আলমগীর শিকদারের ছেলে

গতকাল শুক্রবার (২৭ মে) সকালে আয়েশার বাবার বাড়ি থেকে মার্কেট করার কথা বলে পালিয়ে যায়। তিনি উপজেলার দক্ষিণ দুধখালী এলাকার আজিজুল খানের কন্যা আয়েশা।

পরিবার সূত্রে জানা যায়, গোপালগঞ্জ মকসেদপুর বাসিন্দা আমিনুল ইসলামের সাথে গত ২০২৩ সালের ফেব্রয়ারী মাসে আয়েশার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রীর পরকীয়া নিয়ে স্বামীর সাথে প্রায় বিরোধ চলছিল। তবুও আয়েশার পরকীয়া থামেনি। এ বিষয়ে এলাকায় বসে একাধিকবার মিমাংসা হয়।পরে আয়েশাকে মাদারীপুর থেকে শশুর বাড়ি গোপালগঞ্জ মকসেদপুরে নিশে যায়।পরে কয়েকদিন শশুর বাড়ি থাকার পরে গত বৃহস্পতিবার (২৫মে) বাপেরবড়ি বেড়াতে আসেন।এরপরে শুক্রবার সকালে স্বামীর থেকে তিন লাখ ৮০ হাজার নগদ টাকা ও ৮ ভরি স্বর্ণ নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়।এরপরে আয়েশাকে আর কেনো খোঁজখবর পাওয়া যায়নি। সাথে থাকা ফোন নাম্বারও বন্ধ রয়েছে। অনেক খোঁজাখুজি করে কোথাও না পেয়ে স্বামী আমিনুল ইসলাম গতকাল রাতেই মাদারীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে স্বামী আমিনুল ইসলাম বলেন, ‘আমার স্ত্রী পরকিয়া প্রেমিক মাসুদ নামের ব্যক্তির সাথে পালিয়ে গেছে। গতকাল খোঁজাখুঁজি করে না পেয়ে প্রথমে আমরা থানায় ডায়েরি করেছি। আজকে খোঁজখবর নিয়ে জানতে পারেন স্ত্রী আয়েশা উপজেলার ঘটমাঝি এলাকার আলমগীর শিকদারের ছেলে মাসুদ (২৫) নামের পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছে।

আয়েশার মা দিনা বেগম বলেন, আমার পরকীয়া প্রেমিক মাসুদের সাথে আমাদের দেওয়া পাঁচ ভরি স্বর্ন এবং তার স্বামীর দেওয়া তিন ভরি স্বর্ণ এবং তার স্বামীর দোকানের থাকা ৩ লাখ ৮০ হাজার টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে চলে গেছে। আমরা এর বিচার চাই। মাসুদ আমার মেয়েকে ফুচকায়ে হাসলে নিয়ে গেছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, গতকাল স্বামী থানায় সাধারণ ডায়েরি করেছে। গৃহবধূ আয়েশাকে উদ্ধারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button