জেলার খবর
চুনারুঘাটে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন


মীর জুবাইর আলম- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
২৬ অক্টোবর উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উক্ত সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান ও শ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রধান,স্কাউট সহ বিভিন্ন মানদন্ডে শিক্ষা প্রধান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।