চুনারুঘাটে তালুকদার বাড়ির বিভিন্ন ফলের চারা ভেঙ্গে দিল দুর্বৃত্তরা
তালুকদার বাড়ির বিভিন্ন ফলের চারা ভেঙ্গে দিল দুর্বৃত্তরা


হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার ১০ নং মিরাশি ইউনিয়নের আদমপুর তালুকদার বাড়িতে মুক্তার মিয়ার লাগানো আম- কাঁঠাল ও কাঠ সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে গতকাল রবিবার দিবাগত রাত্রে ।
স্থানীয় সূত্রে জানা যায় গত সপ্তাহ ১৫ দিন পূর্বে মুক্তার মিয়া তালুকদার বাজার থেকে নিয়ে কিছু আম কাঁঠাল এবং কাঠ সহ বিভিন্ন প্রজাতির চারা রোপন করেন, কিন্তু গতরাত কে বা কারা সেই চারাগুলি ভেঙ্গে দিয়েছে। এই নিয়ে পুরো বাড়িতে ব্যাপক উত্তেজনা ।
এদিকে তালুকদার বাড়ির বিশিষ্ট কয়েকজন মুরুব্বিরা জানান কে বা কারা রাতে এ চারাগুলা ভেঙ্গে দিয়েছে। আজ সকালে চারা গুলি ভাঙ্গা দেখা যায়। এ ব্যাপারে মুক্তার তালুকদার বলেন আমি আমার জমিতে চারা লাগিয়েছি কারো সাথে জমি বা সিমানা নিয়ে বিরোধ নেই তবে কেন যে আমার চারা গুলি ভেঙ্গে পেলেছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন গাছ লাগান পরিবেশ বাঁচান। সেই নির্দেশনা কে লক্ষ্য করে আমি চারা গুলি লাগিয়েছিলাম।
বাড়ির কয়েকজন মুরুব্বিয়ান বলেন আমাদের বাড়িতে বিশাল বড় একটি চক্রান্ত চলছে কখন জানি কি দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন বলেন বাড়ি এবং বাড়ির আশেপাশে লোক ছাড়া আর কেউই এই চারাগুলি ভাঙতে পারবেনা।
১০নং মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান মানিক সরকারের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি জেনেছি তবে কে বা কারা চারাগুলি ভেঙ্গেছে তাহার তথ্য সংগ্রহের কাজ চলছে। সংবাদ লেখা পযন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি।ক্ষেত্রে মুক্তার মিয়া প্রশাসনের সহযোগিতা চান।