চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা


চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছায় ২ টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা করে জরিমানা করে আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে পুড়াপাড়া বাজারে পদ্মা অটো রাইচমিল এবং আলম ট্রেডার্সে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করার অপরাধে পদ্মা অটো রাইচমিলের মালিককে ৯ হাজার টাকা এবং আলম ট্রেডার্সকে ৬ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের মোড়কে প্যাকেজিং করায় ‘পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার আইন-২০১০’ এর ১৪ ধারায় দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।