চৌগাছায় সড়কে ঝরলো দুই বন্ধুর তাজা প্রান
যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত। গতকাল রাতে চৌগাছা- মহেশপুর সড়কে বাটিকামারী কাজী ফার্মসের সড়কের পাশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কড়ই গাছের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।


চৌগাছা (যশোর) প্রতিনিধি: নিহত ইব্রাহিম (৩০) চৌগাছা পৌরসভার ৮ নং ওয়ার্ড কুঠিপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে এবং একই এলাকার বক্কি হোসেনের ছেলে জাহাঙ্গীর (২৭) নিহত হয়েছেন।
স্থানীয় ভ্যানচালক রিপন হোসেন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইব্রাহিম হোসেন ও জাহাঙ্গীর রাত ৯ টার দিকে লাল কালারের ১২৫ সিসি গ্লামার মোটরসাইকেলে চৌগাছা থেকে মহেশপুর উদ্দেশ্য যাচ্ছিলো। এমন সময় বাটিকামারী কাজী ফার্মসের কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কড়ই গাছের সাথে ধাক্কা লেগে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লুৎফুন্নেসা ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন এবং জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক বলে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। আজ ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর হোসেন মারা যায় বলে জানা যায়।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।