খুলনা
ছাত্রনেতা তরিকুল ইসলাম মিলনের ওপর বোমা হামলার প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


বিবিএস নিউজ ডেক্স :
যশোরের শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা তরিকুল ইসলাম মিলনের ওপর বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে
বাংলাদেশ আওয়ামী যুবলীগ শার্শা উপজেলা শাখা।
বুধবার বিকালে উপজেলার উলাশী বাজারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শার্শা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ন্যাক্কারজনক এই হামলার মাস্টারমাইন্ড ও প্রত্যক্ষভাবে হামলায় জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় এনে শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন নেতাকর্মীরা।