মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
কালকিনি প্রতিনিধি ঃ
স্বৈরাচারী শেখ হাসিনা সরকার হঠাতে ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে মাদারীপুরের কালকিনিতে উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৭ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উক্ত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।https://bbsnews24.com
উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জুলাই – আগস্ট ২০২৪ এর ছাত্র জনতার আন্দোলনে কালকিনির শহীদ (হাসিব, সিফাত রফিকুল ,) পরিবারের সদস্যরা।
এসময় ছাত্র জনতার আন্দোলনের শহীদের স্বজনরা তাদের শহীদ সন্তানদের কথা স্মরণ করে স্মৃতি চারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কান্না ভেঙ্গে পরেন। স্মরণ সভা শেষে দোয়া মাহফিলের মধ্য দিয়ে শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফজলুল হক বেপারী, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ লিমন হোসেন, এস আই রুহুল আমামীসহ আন্দোলনে অংশগ্রহণকারী স্থানীয় ছাত্রছাত্রী
বৃন্দ।