জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রামের শ্রেষ্ঠ ইউনিয়ন বাঁশখালীর সাধনপুর


মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধিঃ
জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনা করার স্বীকৃতি স্বরূপ বাঁশখালী উপজেলার ২ নং সাধনপুর ইউনিয়ন পরিষদ জাতীয় পর্যায়ে
শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে।
চট্টগ্রাম জেলার মধ্যে একটি ইউনিয়নই নির্বাচিত হয়েছে।
৬ অক্টোবর জাতীয় পর্যায়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল ও সচিব
নোবেল ভট্টাচার্যকে সম্মাননা সনদ ও ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করবেন বিভাগীয় কমিশনার সাহেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী
বলেন, চেয়ারম্যান, সচিব
মেম্বার, গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদের নিয়ে বারবার মিটিং করা বাদেও প্রতি সপ্তাহে জুম মিটিং করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে জন্ম মৃত্যুর ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প করা হয়েছে। উপজেলা টাস্কফোর্স কমিটি সংশ্লিষ্টদের সক্রিয় রাখতে নিরলস পরিশ্রম করায় আমাদের এ সফলতা এসেছে।
সারা দেশের ৪হাজার ৫০০ ইউনিয়নের মধ্যে উপজেলার সাধনপুর ইউনিয়ন শ্রেষ্ঠত্ব অর্জন করায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল ও সচিব নোবেল ভট্টাচার্য।