Uncategorized

জবির পরিসংখ্যান বিভাগে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর সভাপতি ত্বহানুল, সাধারণ সম্পাদক সৌদিপ

জবি প্রতিনিধিঃ
আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের ব্রাজিল সমর্থক গোষ্ঠীর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) ১৪তম ব্যাচের শিক্ষার্থী ত্বহানুল হককে সভাপতি ও একই ব্যাচের মেহেরাবুল ইসলাম সৌদিপকে সাধারণ সম্পাদক করে এই কমিটি দেয়া হয়।

সদ্য সাবেক সভাপতি রাকিবুল হাসান উদয় ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাসেল পারভেজ রনি এ কমিটির অনুমোদন দেন। এছাড়াও সাবেক কমিটির সুবর্ণ আসসাইফ, ফাহিম আহম্মেদ, অর্পন সাহা, রাকিব রহমান, তুর্য দেব নাথ, সেতু রায় এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন ১৪ ব্যাচের অমিত পাল, এস. এম. নাদিম মাহমুদ, নাঈম আহমেদ, সাব্বির হোসেন মিশু, হামিমুল হক শিহাব, ইমন মিয়া, তানিয়া আক্তার দিনা ও হাফসা ইসলাম।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ১৪ ব্যাচের কৌশিক সাহা, শাহাদাত হোসেন মেহেদী, হাসিবুল ইসলাম আবির, নাজমুল রহমান রবিন, সন্দিপ চন্দ্র রায়, রিফা তামান্না, সাদিয়া শোভা ও ১৫ ব্যাচের আল রাফি সাকিব।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন ১৫ ব্যাচের মো. মেহরাব হোসেন অপি, রিফাত চৌধুরী সজল, রকিবুল ইসলাম ও আসাদুজ্জামান সিফাত। কমিটিতে দপ্তর সম্পাদক হয়েছেন আসিফ ইকবাল, উপ-দপ্তর সম্পাদক জোবায়েদ হাসান রাসেল, হৃত্ত্বিক আচার্য্য ও আল আমিন হোসেন শুভ। প্রচার সম্পাদক শাহ নাবিল হোসেন তানিম, উপ-প্রচার সম্পাদক দীপ্ত রায়, আব্দুল কাদের টুটুল, ফয়সাল আহমেদ। জার্মানি-আর্জেন্টিনা মৈত্রী বিষয়ক সম্পাদিকা ফাওজিয়া আফিয়া জিনিয়া, স্পেন-আর্জেন্টিনা মৈত্রী বিষয়ক সম্পাদিকা তানিশা রহমান, ইনজুরি দমন বিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম রাহাত, নারী প্রতিপক্ষ বিষয়ক সম্পাদক নেহাল, অনুপ্রবেশকারী নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক সাদাত মুঈদ, হলি ওয়াটার দমন বিষয়ক সম্পাদক সানিয়াত ফাত্তাহ, অবসর বিষয়ক সম্পাদিকা ফাহমিদা আলম জেরিন, চুরি দমনকারী সম্পাদক সাবিত ইফতেখার, জুনিয়র সিনিয়র সাপোর্টার সংগ্রহ বিষয়ক সম্পাদিকা জিমি রোদ্রি।

কমিটিতে মেয়েদের কান্না থামানো সম্পাদক হয়েছেন ১৬ ব্যাচের তানজিম হক, ব্রাজিল ইতিহাস বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দীন, প্রতিপক্ষের কান্না নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক রিফাতুজ্জামান নাঈম, রেফারির পক্ষপাতিত্ব নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক মাসহুর রহমান, প্রতিপক্ষের প্যান প্যান নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক মো. সবরুল, ছলনা বিষয়ক সম্পাদক এম. জে তামিম, আনন্দ মিছিল বিষয়ক সম্পাদক মো. মমিনুল হক, ডিপ্রেশন দমন বিষয়ক সম্পাদিকা নিশি সেন, ভবিষ্যৎ বাণী দমন বিষয়ক সম্পাদিকা মিথিয়া ফারজানা, গোপন বৈঠক প্রতিরোধ বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন শামীম।

কমিটিতে উপদেষ্টামন্ডলী হিসেবে রয়েছেন ১০ম ব্যাচের তাহমিদ সুজা, তোফায়েল আহমেদ তুষার, আল–নাফিস, সাইফুল ইসলাম, রাজিব চৌধুরী, মেহেদী হাসান রুদ্র, ১১ ব্যাচের শেখ রাকিবুল হাসান রবিন, আর এস জারিফ, মেহেদী হাসান অভি, সাইদুল ইসলাম রাব্বি, সবুজ হাসান নিরব এবং ১২ ব্যাচের মাহবুবুর রহমান পারভেজ, রহিমুল ইসলাম সিহাব, শাহরিয়ার সৈকত, মো. জুয়েল, নাঈমুর রহমান, আহম্মেদ রিমন, মো. রায়হান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button