মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
জবি প্রতিনিধিঃ
জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ফুলবাড়ীয়া এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী আব্দুল্লাহ ইবনে সাইম এবং সাধারণ সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান।
বুধবার (১ জানুয়ারি) জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ফুলবাড়ীয়া এর সাবেক আহবায়ক মো ইসরাফিল ইসলাম রাফিল এবং সাবেক সদস্য সচিব মো রেজোয়ানুল দিদার লিমনের সই করা এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে ইশতিয়াক ইসলাম জয়, হাসিবুল হাসান, দেলোয়ার হোসেন, সাদিয়া আফরোজ নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আরিফুল ইসলাম, নাজিম উদ্দীন, মোছাঃ খাদিজা আক্তার নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক মুইনুল ইসলাম মুক্তা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ, জান্নাতুল তাজরি, রত্না আক্তার, প্রচার সম্পাদক রাবেয়া বসরি মনি উপ-প্রচার সম্পাদক ইসমা ও সামিয়া মালেক, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মান্নান, আইন বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ সাদিদুল আব্বাস আসফি নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ ইবনে সাইম বলেন, এটি আমার জন্য একটি বড় দায়িত্ব ও সম্মানের বিষয়। আমার কাছে এই পদ শুধু একটি সম্মান নয়, বরং এক বিশাল কর্তব্য, যা আমি পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে পালন করার প্রতিশ্রুতি দিচ্ছি।আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা, শুধুমাত্র একাডেমিক ক্ষেত্রে নয় বরং সামাজিক, সাংস্কৃতিক এবং সাংগঠনিক ক্ষেত্রেও নিজের দক্ষতা ও নেতৃত্বের প্রদর্শন ঘটাই। এই সংগঠন আমাদের শক্তি, আমাদের একতা, এবং আমাদের উচ্চতর উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যম। আমি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করছি।